ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ইউক্রেনে ক্ষমতায় বসবেন পুতিন

 


আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ অক্টোবর) কমলা হ্যারিস তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে কী পরিণতি হতে পারে তার সতর্কবার্তা জানিয়েছেন। 

উইসকনসিনে সমর্থকদের উদ্দেশে কমলা বলেছেন, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ যে আমরা স্বীকার করি এবং প্রকাশ্যে বলেছি, ট্রাম্প একজন অবিশ্বাস্য ব্যক্তি। এবং ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরিণতি নির্মমভাবে ভয়াবহ।

কমলা হ্যারিস বলেছেন, বিশ্ব ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং যুক্তরাষ্ট্রের মিত্ররা চিন্তিত। 

মহামারি করোনার সময় উল্লেখ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আপনাদের মনে আছে সেই সময়ের কথা। ট্রাম্প গোপনে ব্যক্তিগত ব্যবহারের জন্য ভ্লাদিমির পুতিনের কাছে করোনার টেস্ট পাঠিয়েছিলেন।  

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কমলা বলেছেন, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে কিয়েভে ক্ষমতায় বসবেন ভ্লাদিমির পুতিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন